রাজনীতি

‘ইসরাইলের টাকায় চলে—এমন দলে থাকা সম্ভব নয়’ : গণ অধিকার পরিষদ ছাড়ার কারণ জানালেন ড. রেজা কিবরিয়া

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৯:১০:৪৯ প্রিন্ট সংস্করণ

‘ইসরাইলের টাকায় চলে—এমন দলে থাকা সম্ভব নয়’ : গণ অধিকার পরিষদ ছাড়ার কারণ জানালেন ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক।।গণ অধিকার পরিষদ থেকে সরে যাওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করে দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ড. রেজা কিবরিয়া।একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,“যে দল ইসরাইলের টাকায় চলে,সেই দলে আমি থাকতে পারি না।”

ড. রেজা কিবরিয়া জানান,শহীদ ডা. জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধে তিনি গণ অধিকার পরিষদে যোগ দিয়েছিলেন।তবে কিছুদিনের মধ্যেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।তার ভাষায়, পরবর্তীতে কয়েকটি বৈঠকের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায় এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত নূরুল হক নূরের সঙ্গে একাধিক স্থানে মোসাদের বৈঠক হয়েছে বলে উল্লেখ করেন।এসব তথ্য সামনে আসার পর তিনি বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন বলে দাবি করেন।

বিভিন্ন সময়ে দল পরিবর্তনের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, এর আগে গণফোরামে থাকাকালে সংসদে যোগ দেওয়া না দেওয়া নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়।এক পক্ষ সংসদ বর্জনের পক্ষে ছিল,অন্য পক্ষ সংসদে যোগ দেওয়ার পক্ষে অবস্থান নেয়।এ বিভক্তির কারণেই তিনি ওই দল ত্যাগ করেন বলে জানান।

তবে ড. রেজা কিবরিয়ার এসব অভিযোগের বিষয়ে গণ অধিকার পরিষদ কিংবা দলটির সভাপতি নূরুল হক নূরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content