জাতীয়

জাতীয় নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ২:২৫:২০ প্রিন্ট সংস্করণ

জাতীয় নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে জোরালো প্রচারণা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি এই গণভোট অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফেসবুক পেজে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড ও ভিডিও প্রকাশ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ভিডিওতে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী,নিহতদের পরিবার এবং গুম কমিশনের সদস্যদের বক্তব্য তুলে ধরে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়েছে।

সরকারের প্রচারণায় দাবি করা হচ্ছে, ‘হ্যাঁ’ ভোট দিলে সাংবিধানিক সংস্কার,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা,দুই কক্ষবিশিষ্ট সংসদসহ একাধিক সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। বিপরীতে ‘না’ ভোট দিলে কিছুই পাওয়া যাবে না—এমন বক্তব্যও প্রচারে উঠে আসছে।

এদিকে,ব্যাংক কর্মকর্তা,স্কুল–কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকের শাখাগুলোতে ব্যানার টানানো হচ্ছে।শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকেও শিক্ষকদের প্রচারণায় যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে,যেখানে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা,সেখানে গণভোটে একটি নির্দিষ্ট পক্ষে সরাসরি প্রচারণা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।

যদিও নির্বাচন কমিশন গণভোটের বিষয়বস্তু ও ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যায় নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে মত পর্যবেক্ষকদের।তবে ডিসি ও ইউএনওদের মতো রিটার্নিং কর্মকর্তারা যদি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় যুক্ত হন,তাহলে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইন ও নির্বাচন বিশেষজ্ঞরা।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, নির্বাচনী সময়ে সরকারের নিরপেক্ষ থাকা নৈতিকভাবে অধিক কাম্য।গণভোটে সরকারের পক্ষ নেওয়ার কারণে ভবিষ্যতে নির্বাচনের ফলাফল আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণভোট নিয়ে ভিন্নমত দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও বিএনপি জানিয়েছে,গণভোটে প্রচারণা চালানো তাদের দায়িত্ব নয়।জনগণের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার কথা বলেছে দলটি।

অন্যদিকে,ছাত্র ও তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক শক্তি এনসিপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠপর্যায়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্লেষকদের মতে,সরকারিভাবে ব্যাপক প্রচারণার কারণে গণভোটে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এর প্রভাব জাতীয় নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়ার গ্রহণযোগ্যতার ওপর পড়তে পারে।

আরও খবর

Sponsered content