রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশালের ছয় আসনে জমছে লড়াই,বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বড় ফ্যাক্টর

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৩:৩৭:৫২ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশালের ছয় আসনে জমছে লড়াই,বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বড় ফ্যাক্টর

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।বিএনপি–জামায়াত জোট,ইসলামী দল,জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের জনসংযোগ দিন দিন জোরালো হচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বদলাচ্ছে মাঠের সমীকরণ।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর বরিশাল অঞ্চলেও এর রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।আগে যেখানে ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা ছিল,সেখানে এখন অনেক আসন পুনরুদ্ধারে আরও সক্রিয় হয়ে উঠেছে দলটি। তবে বিভিন্ন আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে,যা বিরোধী দল ও স্বতন্ত্র প্রার্থীদের আশার আলো দেখাচ্ছে।

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া): বিদ্রোহী প্রার্থীই বড় বাধা

এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দীন স্বপন।তবে নিজ দলের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন।সংখ্যালঘু অধ্যুষিত আগৈলঝাড়ায় সোবাহানের প্রতি হিন্দু ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন থাকায় ভোট বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে।জামায়াত,ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরাও মাঠে থাকায় এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা জোরালো।

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া): বিএনপি তুলনামূলক এগিয়ে

বহু প্রার্থী থাকলেও বিএনপির এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু এই আসনে শক্ত অবস্থানে রয়েছেন।শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গঠনে তাঁর ভূমিকার কারণে এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে। তবে জাসদের প্রার্থী আবুল কালাম আজাদ আপিলে প্রার্থিতা ফিরে পেলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে।

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী): কোন্দলে বিএনপি, সুযোগ নিচ্ছে অন্যরা

এই আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পষ্ট।মনোনীত প্রার্থী জয়নুল আবেদীনের সঙ্গে সাবেক মন্ত্রী সেলিমা রহমানের অনুসারীদের বিরোধ নির্বাচনী প্রচারণাকে দুর্বল করছে।এতে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতায় সুবিধাজনক অবস্থানে চলে এসেছেন।ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল।

বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ): বিএনপি–জামায়াত হাড্ডাহাড্ডি

মনোনয়ন ঘিরে বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষের সুযোগ নিচ্ছে জামায়াত।জামায়াত প্রার্থী মো. আব্দুল জব্বার এখানে শক্ত অবস্থানে রয়েছেন।ফলে এ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

বরিশাল-৫ (সদর): মর্যাদার আসনে ত্রিমুখী লড়াইয়ের শঙ্কা

বরিশাল সদর আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপির কোন্দল আগের তুলনায় কমলেও পূর্ণ ঐক্য এখনও নিশ্চিত হয়নি।ইসলামী জোটের প্রার্থী ও বাসদের ডা. মনিষা চক্রবর্তীর জনপ্রিয়তা থাকায় ভোটাররা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ): বিএনপি বনাম ইসলামী আন্দোলন

এই আসনে বিএনপির আবুল হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে।জামায়াতসহ অন্যান্য দল মাঠে থাকায় ভোটের সমীকরণ আরও জটিল হয়ে উঠছে।

আরও খবর

Sponsered content