প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৩:৫২:০৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, বরং সরকারের—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,গণভোট হচ্ছে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর বিষয়, জনগণের দায়িত্ব কেবল ভোট দেওয়া,জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,নির্বাচন চলাকালে দেশের পরিস্থিতির উন্নতি হবে বলে বিএনপি আশাবাদী।এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে,তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে।
বিএনপির অবদান তুলে ধরে তিনি বলেন,দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা,সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাসহ সব ইতিবাচক রাজনৈতিক সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে।বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই বর্তমান সংস্কার কমিশনের সুপারিশগুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করেন তিনি।
পানি চুক্তি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,তিস্তা,পদ্মা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে।পারস্পরিক সম্মান বজায় রেখে কূটনৈতিকভাবে বাংলাদেশের স্বার্থ আদায় করা হবে বলেও জানান তিনি।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন,ক্রিকেট শুধু খেলা নয়,এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত।একজন বাংলাদেশি ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা পুরো দেশের জন্য অপমানজনক।তবে ছোটখাটো বিষয় নিয়ে অযথা বিরোধ না বাড়ানোর পক্ষেও মত দেন তিনি।
বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় সরকার গঠিত হলে ফ্যাসিবাদ কায়েম হবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো ফ্যাসিবাদকে ভয় করে না।ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে তারা জানে বলেও মন্তব্য করেন তিনি।
















