জাতীয়

মুজিব ভাই সিনেমা প্রজেক্টে বরাদ্দ ৫ কোটি টাকা,গুজব ৪২১১ কোটির “দুর্নীতি” ঠেকালেন প্রকল্প কর্তৃপক্ষ

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ১:২০:১১ প্রিন্ট সংস্করণ

মুজিব ভাই সিনেমা প্রজেক্টে বরাদ্দ ৫ কোটি টাকা,গুজব ৪২১১ কোটির “দুর্নীতি” ঠেকালেন প্রকল্প কর্তৃপক্ষ

ঢাকা প্রতিনিধি।।ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের “মুজিব ভাই” অ্যানিমেটেড সিনেমা প্রজেক্ট সংক্রান্ত বিতর্কের জবাবে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে,প্রকৃত বরাদ্দ ৫ কোটি ১০ লক্ষ ৫০০ টাকা। তবে দুর্নীতির শ্বেতপত্রে এটি উদ্দেশ্যমূলকভাবে ৪২১১ কোটি টাকা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) জানিয়েছে, বরাদ্দকৃত ৫ কোটি টাকার মধ্যে সিনেমা নির্মাণের খরচের পাশাপাশি মার্কেটিং,প্রজেক্ট ডেভেলপমেন্ট,সেমিনার ও ওয়ার্কশপসহ অন্যান্য কার্যক্রমের জন্যও ব্যয় নির্ধারণ করা হয়েছে।প্রকল্পের চুক্তি অনুযায়ী,প্যাকেজ নং SD-112-এর আওতায় “Development of Animated movie ‘Mujib Bhai’ Based on Unfinished Memories of Bangabandhu Sheikh Mujibur Rahman” শীর্ষক সেবা ক্রয় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

প্রকল্প পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম জানান,”চুক্তিমূল্য ৫,১০,০৫,৫০০/- (পাঁচ কোটি দশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা।বরাদ্দের ৩% পারফরম্যান্স সিকিউরিটি জামানত হিসেবে প্রদান করা হবে।চুক্তি স্বাক্ষরের সময় সমস্ত মূল স্বাক্ষরকারী উপস্থিত থেকে চুক্তি সম্পাদন করবেন।কোন অবস্থাতেই ক্ষমতাপ্রাপ্ত লেটার গ্রহণযোগ্য নয়।”

প্রকল্পের বরাতপত্রে উল্লেখ করা হয়েছে,পিপিআর ২০০৮ এর তফসিল-২ অনুযায়ী চূড়ান্ত চুক্তি সম্পাদনের জন্য তিন কর্মদিবসের মধ্যে আইসিটি বিভাগের প্রকল্প কর্তৃপক্ষের সাথে ToR অনুযায়ী চুক্তি সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন,গুজবের ভিত্তিতে ৫ কোটি টাকা ৪২১১ কোটি টাকা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়েছে।প্রকল্পের এই বরাদ্দ মূলত সিনেমা নির্মাণ ছাড়াও প্রযুক্তি উন্নয়ন,দক্ষতা বৃদ্ধি,এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য বরাদ্দিত হয়েছে।

আইসিটি বিভাগের ওয়েবসাইটে প্রজেক্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে – www.gameapp.gov.bd।

সংযুক্তি:

স্মারক নং: ৫৬,০০,০০০০,০৪১.৯৯.০১০.১১-৪৫৭৮

প্রকল্প পরিচালক: মোঃ আনোয়ারুল ইসলাম, ফোন: +৮৮-০২-৮১৮১২৮৬, ই-মেইল: pd.sdmga@gmail.com

আরও খবর

Sponsered content