প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ১২:৫০:২০ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বিভ্রান্তির নাম—নির্বাচনী জরিপ।সংখ্যার বাহারে সাজানো এসব জরিপ একদিকে যেমন ভবিষ্যৎ রায় লিখে ফেলতে চায়,অন্যদিকে বাস্তবতা হলো—দেশের প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্তহীন।

বিআইজিডির জরিপ বলছে,প্রায় ৪৯ শতাংশ মানুষ জানেই না কাকে ভোট দেবে।অথচ একই সময়ে কিছু জরিপ নির্দ্বিধায় ঘোষণা দিচ্ছে—কে জিতবে,কে হারবে,কত আসন পাবে!
এটা তথ্য নয়,
এটা রাজনৈতিক অনুমানকে সংখ্যা দিয়ে বৈধ করার চেষ্টা।
প্রথম আলোর জরিপে বিএনপিকে এগিয়ে দেখা হলেও সেটাও একটি ধারণাভিত্তিক সম্ভাবনা,নিশ্চিত রায় নয়।কারণ এই জরিপ নিজেই বলছে—ভোটারদের বড় অংশ এখনো সিদ্ধান্ত নেয়নি।
আরেকটি বাস্তবতা আরও স্পষ্ট—
এই নির্বাচন আর বহুমুখী নয়।এটি ক্রমেই বিএনপি বনাম জামায়াত প্রতিদ্বন্দ্বিতার দিকে যাচ্ছে।অন্য দলগুলো হয় দুর্বল, নয় সংগঠিত নয়,নয়তো নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—
এই জরিপগুলো কি ভয়মুক্ত পরিবেশে করা?
গ্রাম,শ্রমজীবী,নিম্নআয়ের মানুষ কি এতে প্রতিনিধিত্ব পাচ্ছে?
নাকি শহুরে সীমিত উত্তরকেই পুরো দেশের মত বানানো হচ্ছে?
ইতিহাস আমাদের শিক্ষা দেয়—
১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত কোনো নির্বাচনেই বাংলাদেশে ৭০–৮০ শতাংশ একতরফা ভোট পড়েনি।তবু আজ সেই গল্প আবার শোনানো হচ্ছে।
এই বিভ্রান্তির রাজনীতি বন্ধ হওয়া দরকার।
কারণ শেষ পর্যন্ত এই দেশের মানুষ জরিপে নয়,
ব্যালট বাক্সেই কথা বলে।
আর সেই রায়—
কোনো কনসাল্টিং ফার্ম নয়,
কোনো শিরোনাম নয়,
লিখবে কেবল ভোটার।















