প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৩:১৪:২৩ প্রিন্ট সংস্করণ
ঢাকা,প্রতিনিধি — ঢাকা-৮ আসনের বিএনপি দলীয় প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে একটি বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্যাকব মিল্টন নামের একজনের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া ওই স্ট্যাটাসে মির্জা আব্বাসের ব্যক্তিগত জীবন,রাজনৈতিক উত্থান এবং অতীত কর্মকাণ্ড নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়।

স্ট্যাটাসটিতে অভিযোগ আকারে বলা হয়,মির্জা আব্বাসের শৈশব-যৌবনের নানা কর্মকাণ্ড,শিক্ষা সনদ অর্জনের প্রক্রিয়া, রাজনৈতিক সম্পৃক্ততা এবং মুক্তিযোদ্ধা সনদ সংক্রান্ত বিষয়গুলো প্রশ্নবিদ্ধ।পাশাপাশি সেখানে আরও দাবি করা হয়, ক্ষমতা ও প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এবং কিছু আলোচিত হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।এছাড়া রেলওয়ের সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
স্ট্যাটাসটির ভাষা ও উপস্থাপনাকে অনেকেই ‘বিষেদগার’ ও আক্রমণাত্মক হিসেবে আখ্যা দিয়েছেন।সমর্থক ও বিরোধীদের মধ্যে এ নিয়ে তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়েছে; কেউ কেউ এটিকে রাজনৈতিক চরিত্রহননের অংশ বলছেন,আবার অন্য একটি অংশ অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করছেন।
এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট মহল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।মির্জা আব্বাসের ব্যক্তিগত প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে,নির্বাচনী প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অভিযোগ-ভিত্তিক বক্তব্য রাজনৈতিক উত্তাপ বাড়ায় এবং জনমতকে প্রভাবিত করার ঝুঁকি তৈরি করে।তারা যাচাই-বাছাই ছাড়া অভিযোগ প্রচারে সংযমের আহ্বান জানান।
উল্লেখ্য,ফেসবুক স্ট্যাটাসে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এই প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
















