প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ২:৫১:০৮ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে ১১ দলীয় জোটের মধ্যে আসন ভাগাভাগি ও চূড়ান্ত প্রার্থী নিয়ে জোর আলোচনা চলছে।

জোট সূত্রে জানা গেছে,সম্ভাব্য প্রার্থী হিসেবে দুইজনের নাম আলোচনায় এসেছে।একজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার মনোনীত প্রার্থী এবং চরমোনাই পীরের আপন ভাই মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের।অপরজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার।
এখনো চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হয়নি।দুজনই নিজ নিজ দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।জোটের আলোচনার পর একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে এবং অন্যজনকে মনোনয়ন প্রত্যাহার করতে হবে।
একটি সূত্রের মতে,অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বারের জনপ্রিয়তা এবং স্থানীয় গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে ভালো। অন্যদিকে,ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের দক্ষিণাঞ্চলে শক্ত ভোটব্যাংক হিসেবে পরিচিত।তাই বরিশাল-৪ আসনে এই আসনটি উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে চূড়ান্ত প্রার্থী কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনা অব্যাহত রয়েছে।স্থানীয় নেতা-কর্মী ও ভোটাররা অধীর আগ্রহে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।












