প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৩:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে সোমবার (৫ জানুয়ারি) জারি করা এক সরকারি আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়,ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে বাংলাদেশের জনপ্রিয় ও তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি।এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত,মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়,জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে টেলিভিশন,বেতার,ডিটিএইচ,ক্যাবল নেটওয়ার্ক ও অন্যান্য সম্প্রচার মাধ্যমে প্রচার করা যাবে না।
এ নির্দেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ বেতার,তথ্য অধিদপ্তর,অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো),ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ডিটিএইচ অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে ক্রীড়া অঙ্গন ও দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন,বাংলাদেশের একজন শীর্ষ ক্রিকেটারের প্রতি অবিচার হলে তার প্রতিবাদ হওয়া উচিত। আবার কেউ কেউ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এ সিদ্ধান্তের কূটনৈতিক ও বাণিজ্যিক প্রভাব নিয়েও আলোচনা করছেন।
উল্লেখ্য,মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম সফল পেস বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সুপরিচিত। আইপিএলের মতো বড় আসরে তার অংশগ্রহণ না থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।সর্বশেষ সিদ্ধান্তের পর সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
সরকারের পরবর্তী নির্দেশনা ও পরিস্থিতির অগ্রগতির দিকে এখন তাকিয়ে আছে দেশের ক্রিকেটপ্রেমী দর্শকরা।















