অপরাধ-আইন-আদালত

কালবেলা সাংবাদিক দুর্জয়ের প্রতিশোধমূলক অভিযোগে গ্রেফতার জুলাই বিপ্লবের ফ্রন্টলাইনার তাহরিমা জান্নাত সুরভী

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ২:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ

কালবেলা সাংবাদিক দুর্জয়ের প্রতিশোধমূলক অভিযোগে গ্রেফতার জুলাই বিপ্লবের ফ্রন্টলাইনার তাহরিমা জান্নাত সুরভী

গাজীপুর প্রতিনিধি।।জুলাই বিপ্লবের ফ্রন্টলাইনার তাহরিমা জান্নাত সুরভীকে গত ২৪ ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় তার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। তাকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হলেও,তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে যে এই অভিযোগের কোনো প্রকৃত প্রমাণ নেই।

সাংবাদিক দুর্জয়ের নেপথ্য চেষ্টা:

মামলার বাদী,‘কালবেলা’ পত্রিকার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়,প্রাথমিকভাবে সুরভীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী,তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি ব্যবহার করে নিজেকে তাঁর ‘সন্তানতুল্য’ বা ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচয় দিতেন এবং এই প্রভাব খাটিয়ে সুরভীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন।

দুর্জয় একসময় সুরভীকে কক্সবাজার ভ্রমণের প্রস্তাব দেন। সুরভী তা প্রত্যাখ্যান করেন এবং সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান।বিষয়টি জনসমক্ষে আসার পর দুর্জয়ের ইগো আঘাতপ্রাপ্ত হয়।

চাকরি হারানো ও প্রতিশোধ:
দুর্জয় আগে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার ছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নিউজ কাভার করতেন। অভিযোগ,ঘটনার দিন তিনি অফিসের কোনো কাজ ছাড়াই ব্যক্তিগত উদ্দেশ্যে গাজীপুরে যান,যেখানে সুরভী তাকে দেখেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।এর ফলে দুর্জয়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি ‘কালবেলা’ পত্রিকায় যোগ দেন।

এরপর দুর্জয় সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজি মিথ্যা সংবাদ প্রচার করান।মামলার এজাহারে এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

আইনজীবী ও স্বাধীন সূত্রের তথ্য:
সুরভীর আইনজীবী এবং বিশ্বস্ত সাংবাদিক সূত্রে জানা যায়, সুরভীকে ফাঁসানোর উদ্দেশ্য মূলত ব্যক্তিগত আক্রোষ এবং প্রতিশোধমূলক। সংবাদ অনুসারে,সুরভীর বাসার কোনো জিনিসপত্র বা আর্থিক উপাত্তই এই অভিযোগের সমর্থন করে না।

সার্বিক প্রতিক্রিয়া:
জুলাই বিপ্লবের পক্ষ থেকে বলা হয়েছে,সুরভী রাজপথে সক্রিয় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ যাচাই-বাছাই ছাড়াই করা হয়,যা ব্যক্তিগত প্রতিশোধমূলক ও হয়রানিমূলক বলে অভিযোগ করা হচ্ছে।

পক্ষের দাবী, “অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সুরভীসহ অন্য জুলাই বিপ্লবীদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে।”

বিগত গ্রেফতারকৃত বিষয়:
সেনাবাহিনী প্রধান বা সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে অশালীন বা কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগও আগে নিউজে প্রচারিত হয়েছিল।তবে,সত্যিকার অর্থে এসব বিষয়ে প্রশাসনের যাচাই-বাছাই এবং মামলা প্রসেস ধাপে ধাপে চলছে।

আরও খবর

Sponsered content