প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ১২:০৩:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন মাজেদা সুলতানা মুন্নি।তার লেখায় উঠে এসেছে পারিবারিক মূল্যবোধ, বাবার ইচ্ছে,সততা এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের এক বাস্তব চিত্র।
ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান,২০২৩ সালের জুন মাসে একই দিনে তার দুটি সরকারি চাকরি হয়—একটি মন্ত্রিপরিষদ বিভাগে,অপরটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। সে সময় কোনটিতে যোগদান করবেন—এই সিদ্ধান্ত নিতে তিনি তার বাবার শরণাপন্ন হন। বাবার পরামর্শেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগকে বেছে নেন।
পরবর্তীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যোগদানের তারিখ নির্ধারিত থাকলেও,তার বাবা চান তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরি করুন। স্ট্যাটাসে তিনি লেখেন—
> “আব্বু বললো,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে থাকলে সে খুব খুশি হবে। বাবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।”
স্ট্যাটাসে আরও উঠে আসে এক আবেগঘন পারিবারিক স্মৃতি। একদিন তার বাবা বলেছিলেন—
> “মা, তুই বাসায় ফিরে আসলে আমি তোকে ১০ বিঘা জমি লিখে দেবো।”
চাকরি পেতে ‘টাকা ছাড়া হয় না’—এমন প্রচলিত ধারণার বিপরীতে দাঁড়িয়ে তিনি লেখেন,
> “বিনা টাকায় চাকরি নিয়ে বাবাকে দেখিয়ে দিলাম।”
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—তার ভাষ্যমতে,পাঁচটি চাকরির নিয়োগপত্র প্রথমে ডাকযোগে তার বাবার ঠিকানায় পৌঁছায়, যা তার বাবার জন্য ছিল গর্ব ও আনন্দের মুহূর্ত।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন—
> “লেগে থাকলে আল্লাহ নিরাশ করে না। শুকরিয়া মহান আল্লাহর দরবারে।”
এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে একে সততা, ধৈর্য ও পারিবারিক দোয়ার শক্তির বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
বর্তমান প্রেক্ষাপটে যেখানে চাকরি পেতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আলোচিত,সেখানে মাজেদা সুলতানা মুন্নির এই অভিজ্ঞতা তরুণ প্রজন্মের জন্য এক আস্থা ও অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে।














