লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

খালেদা জিয়া ইনোসেন্ট,হাসিনা মনস্টার—এই দ্বিমুখী রাজনীতি কবে শেষ হবে?

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৪:৪৩:৩৯ প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়া ইনোসেন্ট,হাসিনা মনস্টার—এই দ্বিমুখী রাজনীতি কবে শেষ হবে?

ক্ষমতা,সহিংসতা ও ইতিহাসের বেলায় এক চোখে অন্ধ, আরেক চোখে ঈগল হওয়াই কি আমাদের রাজনৈতিক সংস্কৃতি?

বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ংকর যে জিনিসটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তা হলো দ্বিমুখী নৈতিকতা। একই কাজ এক পক্ষ করলে তা ‘ভুল বোঝাবুঝি’, আর অন্য পক্ষ করলে তা ‘ফ্যাসিবাদ’। এই জায়গা থেকেই শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার তুলনাটি অনিবার্য হয়ে ওঠে।

১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমাম রাজাকারদের বিচারের দাবিতে আন্দোলন করায় পুলিশি নির্যাতনের শিকার হন, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হন—এবং সেই মামলার বোঝা নিয়েই মৃত্যুবরণ করেন। তখন ক্ষমতায় ছিলেন খালেদা জিয়া। কিন্তু ইতিহাসে তিনি আজও “ইনোসেন্ট”। অথচ একই ধরনের রাষ্ট্রীয় কঠোরতা শেখ হাসিনার আমলে ঘটলে, সেটাই হয়ে যায় ফ্যাসিবাদ।

১৯৯৫ সালে সারের দাবিতে আন্দোলনে ১৮ জন কৃষক পুলিশের গুলিতে নিহত হন। ১৯৯৬ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগের ৩০-এর বেশি নেতাকর্মী নিহত হন, তিন মাসের হরতালে মারা যান প্রায় ২০০ জন। কিন্তু এসবের দায় কখনোই খালেদা জিয়ার কাঁধে পড়ে না।

বিমানবন্দরের নামকরণ, বাড়ি বরাদ্দ বাতিল, রাজনৈতিক প্রতিহিংসা—সব ক্ষেত্রেই এক অদ্ভুত মানসিকতা কাজ করে। খালেদা জিয়া করলে তা “রাজনৈতিক সিদ্ধান্ত”, আর শেখ হাসিনা করলে তা “প্রতিশোধ”।

১৫ আগস্টে ঘোষিত জন্মদিন পালন, জিয়াউর রহমানের কবর বিতর্ক, গ্রেনেড হামলার পর জজ মিয়া নাটক—এসব ঘটনাও প্রমাণ করে, সত্য নয় বরং পক্ষটাই মুখ্য। একই অপরাধে একজন নায়ক, আরেকজন খলনায়ক।

বিদ্যুৎ আন্দোলনে গুলি, সীমান্ত কূটনীতি, গ্যাস রপ্তানি প্রস্তাব, ডিজিটাল বাংলাদেশ, ইন্টারনেট, মোবাইল ফোন, সাবমেরিন—প্রতিটি ইস্যুতেই দেখা যায়, উন্নয়ন বা ব্যর্থতা নয়; বিবেচ্য বিষয় একটাই—কে করেছে।

দিনশেষে সবচেয়ে বড় সত্য হলো, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে শেখ হাসিনাই একমাত্র প্রধানমন্ত্রী যিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন (২০০১)। অথচ “আপোষহীন নেত্রী” খালেদা জিয়াকে ক্ষমতা ছাড়াতে হয়েছে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে—দু’বার।

এই বাস্তবতার পরও যদি বলা হয়, হাসিনা মনস্টার আর খালেদা জিয়া ইনোসেন্ট—তাহলে বলতে হয়, এই মনস্টার তৈরিতে বড় ভূমিকা রেখেছে সেই রাজনৈতিক সংস্কৃতি, যারা নিজের নেত্রীর কোনো ভুলই দেখতে পায় না।

সবচেয়ে বড় সৌভাগ্য খালেদা জিয়ার—তিনি পেয়েছেন এমন এক ফ্যানবেজ, যারা প্রশ্ন করে না, বিচার চায় না, শুধু পূজা করে।
আর দুর্ভাগ্য বাংলাদেশের—এখানে বিচার মানে আজও “তালগাছটা আমার”।

এম মাজহারুল ইসলাম
সাংবাদিক,লেখক ও কলামিস্ট

আরও খবর

Sponsered content