সারাদেশ

রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে ১০ জনকে ৭৭ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ১২:২৯:২০ প্রিন্ট সংস্করণ

রূপসা(খুলনা) প্রতিনিধি।।রূপসায় র‌্যাব-৬ হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান চালিয়ে ১০ জনকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে।

এসময় জেলী পুশকৃত ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়। ১৭ অক্টোবর রাত ১০টা হতে সাড়ে তিনটা পর্যন্ত র‌্যাব এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, ১৭ অক্টোবর র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রূপসা থানাধীন পূর্ব রূপসা ফেরীঘাট এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাত ১০টা হতে সাড়ে তিনটা পর্যন্ত রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাসের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায় সুফি ফিস এর ম্যানেজার মিজানকে ১২ হাজার টাকা, আল রাফি ফিস এর ম্যানেজার ওবায়দুল হাওলাদারকে পাঁচ হাজার টাকা, তাদের কর্মচারী মোঃ আল আমিনকে চার হাজার টাকা, মোঃ খায়রুল, মোঃ জাহাঙ্গির, মোঃ সাগর, মিজানুর রহমান, রাহুল শেখ, মোঃ রনি ও মোঃ মিরনদের প্রত্যেককে আট হাজার টাকা করে সর্বমোট ৭৭ হাজার হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উক্ত মৎস্য আড়ৎ হতে অপদ্রব্য (জেলী) পুশকৃত ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়।

জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আরও খবর

Sponsered content