রাজনীতি

শোকাহত পরিবারের প্রতি মানবিক সহমর্মিতা: শেখ হাসিনার ফোনালাপ তারেক রহমানের সঙ্গে

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১২:৩২:২৬ প্রিন্ট সংস্করণ

শোকাহত পরিবারের প্রতি মানবিক সহমর্মিতা: শেখ হাসিনার ফোনালাপ তারেক রহমানের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক।।আজ দুপুর ১টা ৪৮ মিনিটে,ভারতে অবস্থানরত দেশরত্ন শেখ হাসিনা ঢাকার গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসায় টেলিফোনে কল করেন।ফোনালাপে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সান্ত্বনা জানান।

প্রায় ৭ মিনিট ধরে চলা কথোপকথনে শেখ হাসিনা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।তিনি বলেন, “এই সময় কঠিন হলেও ধৈর্য ধরে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কাজে মনোযোগ দেওয়া উচিত।”

ফোনালাপে দেখা যায় যে শেখ হাসিনা ও তারেক রহমান রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও মানবিকতা ও সহমর্মিতার বিষয়ে একমত।এই ঘটনা প্রমাণ করে যে শোক ও বিপদের মুহূর্তে রাজনৈতিক পার্থক্য অগ্রাহ্য,এবং মানবিক সহানুভূতি সর্বোচ্চ মূল্যবোধের অধিকারী।

সংবাদটি প্রকাশের সঙ্গে সঙ্গে আলাদা মতমত ও পার্থক্যের মধ্যেও সহমর্মিতা এবং মানবিকতার গুরুত্ব পুনর্ব্যক্ত হলো।

আরও খবর

Sponsered content