প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকে তিন দিন সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়,সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে সঙ্গতি রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়,কেন্দ্রীয় মসজিদসহ সকল হল,হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে।











