প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:৩৭:২৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ সার্বিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন দলটির শীর্ষ নেতারা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান,নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত রয়েছেন।
দলীয় সূত্র জানায়,খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি,স্থান,নিরাপত্তা ও দলীয় কর্মসূচি নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।বিএনপির পক্ষ থেকে মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
















