রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:১৫:০২ প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক।।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তারেক রহমান লিখেছেন,“অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী,আপোষহীন নেত্রী। আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা,যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।”

তিনি আরও উল্লেখ করেন,খালেদা জিয়া আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

পোস্টে তারেক রহমান বলেন,খালেদা জিয়া বারবার গ্রেপ্তার হয়েছেন,চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং চরম নিপীড়নের শিকার হয়েছেন।তবুও যন্ত্রণা,একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যেও তিনি অদম্য সাহস,সহানুভূতি ও দেশপ্রেম পরিবারের প্রতিটি সদস্যের মাঝে সঞ্চার করেছেন।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও খবর

Sponsered content