প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৪:৩৬:৩৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ দেশের সব স্তরের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।একই সঙ্গে শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা।
শোক কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে শোক বই খোলা রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাদের শোক ও শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।
মঙ্গলবার সকাল ৯টায় দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, “এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি।পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় আরও কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিএনপি সূত্র জানায়,বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি ও আনুষ্ঠানিকতা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে।















