প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৭:৩০:২৭ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট।।ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে প্রার্থী হতে তার আর কোনো আইনগত বাধা রইল না।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন।একই সঙ্গে হাইকোর্টের দেওয়া আগের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও সৈয়দ মামুন মাহবুব।এছাড়া ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও আইনজীবী মোস্তাফিজুর রহমান শুনানিতে অংশ নেন।ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল কাইয়ুম।
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না। তবে গত ২৪ ডিসেম্বর বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের বেঞ্চ ওই রিট খারিজ করে দেন এবং তাকে ঋণখেলাপি হিসেবে বহাল রাখেন।পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
উল্লেখ্য,গত ৩ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোলা শাখা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের বিরুদ্ধে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে।নোটিশে মান্না ও তার দুই অংশীদারকে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয় এবং ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
ব্যাংক সূত্রে জানা যায়,আফাকু কোল্ড স্টোরেজের মালিকানায় মাহমুদুর রহমান মান্নার অংশ ৫০ শতাংশ,ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ২৫ শতাংশ এবং তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ।
ব্যাংকের ‘কল ব্যাক নোটিশে’ উল্লেখ করা হয়,২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হলেও নিয়মিত মুনাফা,চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বকেয়া বেড়ে বর্তমান অঙ্কে পৌঁছেছে।লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অগ্রগতি না থাকায় চূড়ান্ত সতর্কতা হিসেবে নোটিশটি পাঠানো হয়।
চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশগ্রহণের আইনগত বাধা আপাতত দূর হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

















