অপরাধ-আইন-আদালত

বিগো লাইভের পরিচয় থেকে হোটেলে আটকে সংঘবদ্ধ ধর্ষণ: রাজশাহীতে নারী নির্যাতনের অভিযোগ

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ২:৩১:৩১ প্রিন্ট সংস্করণ

বিগো লাইভের পরিচয় থেকে হোটেলে আটকে সংঘবদ্ধ ধর্ষণ: রাজশাহীতে নারী নির্যাতনের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীতে এক ডিভোর্সপ্রাপ্ত নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের (বিগো লাইভ) পরিচয়ের সূত্র ধরে বিদেশে যাওয়ার ভিসা দেওয়ার প্রলোভনে তাকে হোটেলে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবক ও তার সহযোগীর বিরুদ্ধে।

পরিচয় ও প্রলোভনের কৌশল

স্থানীয় সূত্রে জানা যায়,নেত্রকোনার ওই নারী বিগো লাইভে পরিচিত হন রাজশাহীর এক দালাল যুবকের সঙ্গে।পরিচয়ের পর ফোনে ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধি পায়।এক পর্যায়ে নারী সৌদি আরবে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে যুবক ভিসা ম্যানেজ করার প্রলোভন দেখান।

নারীর দাবি অনুযায়ী,যুবক প্রথমে পাসপোর্ট তৈরি করে দেন, কিন্তু পাসপোর্ট কিছুদিন পরে নিজের কাছে নেন।এরপর ভিসা হয়ে গেছে এবং টিকিট করার জন্য নির্দিষ্ট সময়ে বিকাশে অর্ধেক ভিসা ফি পাঠানোর নির্দেশ দেন।নারী তার কথামতো টাকা পাঠান।

হোটেলে আটক ও নির্যাতন

নির্ধারিত দিনে নারী এক চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে যুবকের ঠিকানায় পৌঁছান।কিছুক্ষণ পর ভাইকে বাড়ি পাঠানোর পর, যুবক ও তার সহযোগী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের একটি রুমে নারীকে আটকে রাখেন।

অভিযোগ অনুযায়ী,পরপর দুই দিন ধরে প্রলোভন ও ভয় দেখিয়ে নারীকে ধর্ষণ করা হয়।

উদ্ধার ও পুলিশ তদন্ত

ঘটনার তৃতীয় দিনে হোটেল স্টাফদের নজরে আসে রুমের অস্বাভাবিকতা।হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন।পুলিশ ভুক্তভোগীর মোবাইল নম্বর ট্র্যাক করে অভিযুক্তদের মধ্যে একজনকে মহিলা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে,ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিশ্লেষণ
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় ও প্রতারণা ব্যবহার করে নারী নির্যাতনের ভয়াবহ পরিণতি তুলে ধরে। বিদেশে যাওয়ার প্রলোভন,জাল ভিসা সুবিধা এবং স্বজন পরিচয় দিয়ে আস্থার সুযোগ গ্রহণ—সবই নারী নির্যাতনের ঝুঁকি বৃদ্ধি করে।

পুলিশ,হোটেল কর্তৃপক্ষ এবং সামাজিক সচেতনতার ভূমিকা নারীদের সুরক্ষা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।সমাজে নারীদের সচেতনতা,অনলাইন নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার কার্যকর প্রয়োগ ছাড়া এই ধরনের অপরাধ রোধ করা কঠিন।

আরও খবর

Sponsered content