প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৪:০৩:৪৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কয়েকশ বছরের পুরনো শাহজাহান উদ্দিন (র.) আউলিয়ার মাজারে ভাঙচুর ও চরম অবমাননার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার সহনাটী ইউনিয়নের টেঙ্গাপাড়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মাজারে দুর্বৃত্তরা হামলা চালায়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে,দুর্বৃত্তরা মাজারের মূল অংশের সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। শুধু তাই নয়,মাজারের পবিত্রতা নষ্ট করতে ভেতরে মলমূত্র ও গোবর নিক্ষেপ করা হয়—যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
২৬ ডিসেম্বর সকালে ভক্ত ও স্থানীয়রা মাজারে এসে এই ভাঙচুরের চিত্র দেখতে পান।খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।পরে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাজারের খাদেম ও স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে,শাহজাহান উদ্দিন (র.) আউলিয়ার মাজারটি মুঘল শাসনামলে প্রতিষ্ঠিত এবং এটি কয়েকশ বছরের পুরনো একটি ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন।দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত বড় কোনো ওরস বা ধর্মীয় জমায়েত না হলেও মাজারটি স্থানীয় মানুষের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
এ ঘটনায় মাজারের ভক্ত,স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন।তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গৌরীপুর থানার কর্মকর্তারা জানিয়েছেন,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।
স্থানীয়দের আশঙ্কা,এ ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি।তারা দ্রুত আইনগত ব্যবস্থা ও মাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
















