রাজনীতি

মনোনয়ন বাণিজ্যের অভিযোগে তোলপাড়: নুরুল হক নুরকে উদ্দেশ্য করে মশিউর রহমানের ফেসবুক পোস্ট ভাইরাল

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৭:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গণঅধিকার পরিষদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের গুরুতর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সৃষ্টি করেছেন রাজনৈতিক কর্মী মশিউর রহমান।দলটির সভাপতি নুরুল হক নুরকে সরাসরি উদ্দেশ্য করে দেওয়া তার একটি ফেসবুক পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।

পোস্টে মশিউর রহমান দাবি করেন,

> “৩০০ আসনে মনোনয়ন বিক্রি করে কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়ে শেষ পর্যন্ত মাত্র ২ আসনে বিএনপির কাছে বিক্রি হয়ে গেলো গণঅধিকার পরিষদ!”

তিনি আরও প্রশ্ন তোলেন,

> “যাদের কাছ থেকে মনোনয়ন বাবদ টাকা নেওয়া হয়েছিল,এখন বিএনপির সঙ্গে সমঝোতার পর তাদের টাকা ফেরত দেওয়া হবে কি না?”

এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক।অনেকে বিষয়টিকে সম্ভাব্য মনোনয়ন বাণিজ্য ও রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিপক্ষের কৌশল বলেও মন্তব্য করছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ বা নুরুল হক নুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে,অভিযোগের ধরন ও সময় নির্বাচনী রাজনীতিতে দলটির ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন,এ ধরনের অভিযোগের ক্ষেত্রে দলীয় নেতৃত্বের স্বচ্ছ ব্যাখ্যা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ,নতুবা জনমনে বিভ্রান্তি ও আস্থার সংকট আরও গভীর হতে পারে।

ঘটনাটি এখন রাজনৈতিক মহলে নজরকাড়া আলোচনার কেন্দ্রে।পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিক্রিয়া ও ব্যাখ্যার দিকেই তাকিয়ে আছে জনতা।

আরও খবর

Sponsered content