রাজনীতি

খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমানঃআবেগঘন প্রত্যাবর্তনে বিমানবন্দরে নীরব মুহূর্ত

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ২:৪৬:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দীর্ঘ সময় পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার মুহূর্তে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।বিমান থেকে নামার পর খালি পায়ে প্রথমেই দেশের মাটি স্পর্শ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি মাটি তুলে হাতে নেন,যা উপস্থিতদের মধ্যে এক ভিন্ন অনুভূতির সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান,পুরো মুহূর্তটি ছিল নীরব কিন্তু গভীর অর্থবহ।কোনো বক্তব্য না দিয়েই মাতৃভূমির মাটির প্রতি শ্রদ্ধা ও আবেগ প্রকাশ করেন তিনি।অনেকের চোখে এই দৃশ্য প্রতীক হয়ে ওঠে দীর্ঘ নির্বাসন শেষে শেকড়ে ফেরার অনুভূতির।

এই আগমনকে ঘিরে বিমানবন্দরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।তারা বলেন,এটি শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়,বরং দীর্ঘ সময় পর জন্মভূমির সঙ্গে আত্মিক সংযোগের প্রকাশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,খালি পায়ে দেশের মাটি স্পর্শ করার এই নীরব আচরণ প্রতীকী বার্তা বহন করে,যা রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে আবেগ ও পরিচয়ের জায়গাকে স্পর্শ করেছে।

তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content