রাজনীতি

১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরলেন তারেক রহমান

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৯:২০:০৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।১৭ বছরের দীর্ঘ নির্বাসনের পর অবশেষে দেশে ফিরে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সব জল্পনা-কল্পনার পর্দা নামিয়ে দেশের মাটিতে এসে উপস্থিতি নিশ্চিত করলেন তিনি।

সিলেট হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি,যেটি বহন করছিল বাংলাদেশ বিমান।সময় তখন রাত পৌনে বারোটা।বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ও তার পরিবারের সদস্যরা।ফুলের মালা দিয়ে,উষ্ণ অভ্যর্থনা আর আবেগঘন মুহূর্তে তাকে স্বাগত জানানো হয়।

বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী।দীর্ঘ অপেক্ষা,আশা,প্রত্যাশা ও উদ্দীপনার মিশ্রণে তৈরি হয় এক ঐতিহাসিক মুহূর্ত।

আরও খবর

Sponsered content