প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৫:১১ প্রিন্ট সংস্করণ
বান্দরবান প্রতিনিধি।।বান্দরবান সদর উপজেলায় শাশুড়িকে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার হওয়া মুহাম্মদ মিশকাতুনব্বী মিশকাতের বিরুদ্ধে তার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস পদ স্থগিত করেছে।জাসাসের জেলা কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,অভিযুক্ত নেতার সদস্য সচিব পদ স্থগিত করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে একই ঘটনায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) তার বান্দরবান সদর উপজেলা আহ্বায়ক পদে এখনও বহাল রেখেছে।জেডসিএফের কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ৭ ডিসেম্বর তাকে উপজেলা আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে এ ঘটনা উদ্বেগ তৈরি করেছে।স্থানীয় নেতারা মন্তব্য করেছেন,“যদি শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্ন আসে,এমন পরিস্থিতিতে পদ বহাল রাখা সংগঠনগুলোর ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ।”
অভিযোগের বিষয়ে জেডসিএফের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে ভুক্তভোগী বাদী আশা প্রকাশ করেছেন,আইনের মাধ্যমে ন্যায্য বিচার নিশ্চিত হবে।

















