সারাদেশ

কথিত বিয়ের ফাঁদ,হানিট্র্যাপ ও অর্থ আত্মসাৎ

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৯:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে রাজনীতির আড়ালে প্রতারণার অভিযোগ,সতর্ক থাকার আহ্বান প্রবাসীর

কক্সবাজার প্রতিনিধি:কথিত বিয়ের প্রতিশ্রুতি,রাজনৈতিক পরিচয়ের প্রভাব ও আবেগকে পুঁজি করে প্রবাসীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কক্সবাজারের একাধিক নারীর বিরুদ্ধে।এসব নারীর সঙ্গে স্থানীয় রাজনীতির কিছু ব্যক্তির যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

একজন প্রবাসী বাংলাদেশি,যিনি নিজেকে দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত বলে দাবি করেন, গণমাধ্যমে পাঠানো লিখিত অভিযোগে বলেন—তিনি প্রায় দুই বছর ধরে কক্সবাজারের এক নারীর সঙ্গে পরিচিত ছিলেন, যিনি নিজেকে অবিবাহিত ও সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দেন।

অভিযোগকারী জানান,কয়েক মাস আগে দেশে এসে তিনি জানতে পারেন—ওই নারী পূর্বে একাধিক বিয়ে করেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে।তবে বিষয়টি প্রকাশ্যে আনেননি। অভিযোগ অনুযায়ী,বিদেশে থাকার সময় বিভিন্ন অজুহাতে ওই নারী তার কাছ থেকে উল্লেখযোগ্য অংকের টাকা নেন।

হোটেল অবস্থান ও ভিডিও প্রমাণের দাবি

প্রবাসীর অভিযোগ,দেশে অবস্থানকালে প্রায় দুই সপ্তাহ কক্সবাজারের বিভিন্ন হোটেলে একসঙ্গে অবস্থান করেন তারা। এ সময় ওই নারীর মোবাইলে নিয়মিতভাবে বিভিন্ন ব্যক্তির ফোন আসত,যাদের মধ্যে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন,এসব ঘটনার ভিডিও ও অডিও প্রমাণ তার কাছে সংরক্ষিত আছে।

“রাজনীতিতে এসব স্বাভাবিক”—এমন বক্তব্যের অভিযোগ

অভিযোগকারী দাবি করেন,বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে ওই নারী তাকে জানান—রাজনীতিতে টিকে থাকতে এ ধরনের যোগাযোগ নাকি স্বাভাবিক।এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরবর্তীতে বিদেশে ফিরে যান।

হানিট্র্যাপ ও কাবিননামা ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রবাসীর ভাষ্য অনুযায়ী,কক্সবাজার এলাকায় একাধিক নারী কথিত বিয়ের নামে মোটা অংকের দেনমোহর দেখিয়ে কাবিন রেজিস্ট্রি করে পরে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছেন। তিনি এটিকে “হানিট্র্যাপ চক্র” হিসেবে বর্ণনা করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা

অভিযোগকারী বলেন,“আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও আজ রাজনীতির প্রতি বিতৃষ্ণ।কিছু অসাধু ব্যক্তি ও নারীর কারণে পুরো রাজনৈতিক অঙ্গনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।তবে সব নেতা এক নয়—ভালো মানুষও আছেন।”

সতর্ক থাকার আহ্বান

তিনি কক্সবাজারসহ দেশের প্রবাসী ও সাধারণ মানুষকে আবেগ,রাজনৈতিক পরিচয় ও কথিত বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত নারীদের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।তবে সচেতন মহল বলছে,বিষয়টি তদন্তসাপেক্ষ এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাই করা জরুরি।

আরও খবর

Sponsered content