প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৪:২২:৪১ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী আরও জানিয়েছেন,হিরো আলমের আচরণ প্রকাশ্যে এবং মিডিয়াতে থাকাকালীন সময়ও তিনি অসুবিধার মুখে পড়েছেন।

এছাড়া আরও খবর পাওয়া গেছে যে,হিরো আলমের বিরুদ্ধে ছোয়ামনি নামের অন্য এক নারীর কাছেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে।এর আগে,রিয়া মনি নামের এক নারী তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পেছনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তুলেছিলেন।


এই ঘটনায় সামাজিক ও গণমাধ্যমের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনরা এবং সংশ্লিষ্ট শিল্পী মহল হিরো আলমের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন।
আইনি ও সামাজিক পর্যবেক্ষকরা মনে করছেন,এ ধরনের অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন, যাতে অভিযোগপ্রাপ্ত ও অভিযোগকারী উভয় পক্ষের অধিকার রক্ষা পায়।

















