সংবাদ বিজ্ঞপ্তি

২৫ ডিসেম্বর বিমানবন্দরকেন্দ্রিক এলাকায় কারখানা পরিচালনায় সতর্কতা, ছুটি দেওয়ার সুপারিশ বিজিএমইএর

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৩:৫০:৪৫ প্রিন্ট সংস্করণ

ঢাকা অফিস।।আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে সংশ্লিষ্ট গার্মেন্টস কারখানাগুলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার (২২ ডিসেম্বর) জারি করা এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়,ওইদিন সকাল আনুমানিক ১১টায় তারেক রহমান বিমানবন্দরে অবতরণ করবেন বলে ধারণা করা হচ্ছে।এ উপলক্ষে বিমানবন্দরসংলগ্ন এলাকায় ব্যাপক জনসমাগম ও যানজট সৃষ্টি হতে পারে,যা শ্রমিকদের যাতায়াত এবং আমদানি-রপ্তানিমুখী পণ্য পরিবহনে বিঘ্ন ঘটাতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,উত্তরা (পূর্ব ও পশ্চিম),উত্তরখান,দক্ষিণখান,খিলক্ষেত,আব্দুল্লাপুর,তুরাগ,টঙ্গ,পুবাইল,রূপগঞ্জ,কাঞ্চন ব্রিজ ও আশুলিয়ার পূর্বাংশ এলাকার গার্মেন্টস কারখানাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে।

এ পরিস্থিতিতে শ্রমিকদের ভোগান্তি ও নিরাপত্তা বিবেচনায় প্রয়োজনে শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে ২৫ ডিসেম্বর কারখানা ছুটি রাখার এবং তার আগে বা পরে অন্য কোনো একদিন সাধারণ ডিউটি করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।পাশাপাশি জরুরি আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত কভার্ডভ্যানগুলোকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংগঠনটি।

বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বিজিএমইএর যুগ্ম-সচিব (সিএমসি) মো. আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম,পিএসসি,সিএসসিএম স্বাক্ষর করেন।

আরও খবর

Sponsered content