জাতীয়

সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৪:০১:৩৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট:অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে,গত শনিবার রাতের দিকে হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’-এর ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ প্রদর্শন করে।তারা প্রায় ২০ মিনিট হাইকমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেয় এবং বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ-কে প্রকাশ্যে হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং তাৎক্ষণিকভাবে কনসুলার সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন রোববার সাংবাদিকদের বলেন,

> “বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক এলাকার ভেতরে অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থিত।সেখানে কীভাবে চরমপন্থী সংগঠনের সদস্যরা প্রবেশ করে বিক্ষোভ করতে পারলো—তা স্বাভাবিক নয় এবং অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “এই ঘটনার পর হাইকমিশনার ও তাঁর পরিবার নিরাপত্তা ঝুঁকি ও মানসিক হুমকি অনুভব করছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।”

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়,ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি কূটনৈতিকভাবে উত্থাপন করা হয়েছে এবং হাইকমিশনের নিরাপত্তা জোরদারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছে।

উল্লেখ্য,ভিসা সেবা ও কনসুলার কার্যক্রম স্থগিত থাকায় ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও ভিসা প্রত্যাশীরা সাময়িকভাবে ভোগান্তিতে পড়তে পারেন।তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সেবা পুনরায় চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content