প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ১১:১৮:৩৬ প্রিন্ট সংস্করণ
খুলনা প্রতিনিধি।।খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ।পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, মেয়ে ও মদ সংক্রান্ত ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই এই গুলির ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের বক্তব্য
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান,“প্রাথমিক তদন্তে জানা গেছে,এটি কোনো রাজনৈতিক হামলা নয়।মেয়ে ও মদ নিয়ে পূর্বের বিরোধের জের ধরে এই গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে।”
পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে গুলি,খোসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করা হচ্ছে।
দলীয় অবস্থান
এদিকে এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশের এই বক্তব্যের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি।তবে দলের একাধিক নেতা এর আগে ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে দাবি করেছিলেন।
তদন্তের অগ্রগতি
পুলিশ জানিয়েছে—ঘটনার পেছনের ব্যক্তিগত বিরোধের সূত্র যাচাই জড়িত সন্দেহভাজনদের শনাক্ত
অস্ত্রের উৎস নির্ধারণ
গুলির সময়কার উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ,
এই সব বিষয় মাথায় রেখে তদন্ত এগোচ্ছে।
প্রেক্ষাপট
রাজনৈতিক উত্তেজনা ও আসন্ন ইন্টিরিম নির্বাচনকে সামনে রেখে এই ঘটনায় নানা ধরনের জল্পনা তৈরি হলেও, পুলিশ বলছে—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্যে যাওয়া যাবে না।

















