জাতীয়

মাহমুদুর রহমানের ক্ষোভ: প্রথম আলো,ডেইলি স্টার ও বিএনপির সঙ্গে সম্পর্কের পটভূমি

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৫:০২:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আজকের তরুণ প্রজন্মের কাছে মাহমুদুর রহমান কেবল একজন ‘মজলুম সাংবাদিক’ বা ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক হিসেবে পরিচিত।অনেকেই তাকে বাক-স্বাধীনতার প্রতীক হিসেবে দেখে থাকেন।কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়,২০০১-২০০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি ছিলেন প্রশাসনের সবচেয়ে ক্ষমতাশালী ও বিতর্কিত ‘টেকনোক্র্যাট’। সেই সময়ের সংবাদপত্রগুলোতে প্রকাশিত সমালোচনা ও তার প্রশাসনিক কর্মকাণ্ডের ফ্যাক্ট-চেকিংই আজকের তার ক্ষোভের মূল কারণ।

কেন প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর ক্ষোভ?

মাহমুদুর রহমানের অভিযোগগুলো শুধুই আদর্শিক নয়,বরং তার ক্ষমতার অপব্যবহারের তথ্যভিত্তিক প্রকাশনার কারণে এই দুই পত্রিকার প্রতি তার ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধ।

উল্লেখযোগ্য কিছু ঘটনা হলো:-
‘উত্তরা ষড়যন্ত্র’ ফাঁস (প্রথম আলো, ২৫-২৬ নভেম্বর ২০০৬)
নির্বাচনকে সামনে রেখে মাহমুদুর রহমানের ব্যক্তিগত অফিসে অনুষ্ঠিত এক গোপন বৈঠক প্রথম আলো প্রকাশ করে। সংবাদটি দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে এবং তার প্রশাসনিক ও রাজনৈতিক ক্যারিয়ারের বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়।
কানসাট ও ফুলবাড়ী ট্র্যাজেডি (ডেইলি স্টার,২৪ জানুয়ারি ও ২৮ আগস্ট ২০০৬)
কানসাটে বিদ্যুৎ প্রত্যাশী কৃষকদের ওপর গুলি চালানোর ঘটনায় এবং ফুলবাড়ী খনি নিয়ে তার ‘গণবিরোধী’ অবস্থানের বিরুদ্ধেও ডেইলি স্টার কঠোর প্রতিবেদন প্রকাশ করে।

হাওয়া ভবন ও বিনিয়োগ বোর্ডের নিয়ন্ত্রণ (ডেইলি স্টার,২০ মে ২০০৫)

বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি সচিবালয় বাইপাস করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের দপ্তর থেকে নিয়ন্ত্রণ করতেন, যা সংবাদপত্রে অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে।বড় ব্যবসায়িক সিদ্ধান্ত ও বিতর্ক নাইকো ও টেংরাটিলা গ্যাসক্ষেত্রের চুক্তি নিয়ে সমালোচনা।

ভারতের টাটা গ্রুপের ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব বাতিল করা।

বিদ্যুৎ ও সার সংকট,যমুনা সার কারখানার বন্ধ।

সিভিল সোসাইটিকে অবমাননা

২০০৬ সালে নাগরিক সমাজের প্রতিনিধিদের “পাগল ও ছাগল” বলে সম্বোধন করার বিষয়টি প্রথম আলো,যুগান্তর ও ভোরের কাগজে বড় করে প্রকাশিত হয়।

নিজস্ব ব্যবসার সুবিধা গ্রহণের অভিযোগ

তার পরিবার ও নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক প্রভাব ব্যবহার করার সংবাদও প্রকাশিত হয়।

বিএনপির সঙ্গে দূরত্বের কারণ

১/১১-এর দায়ভার: অনেক বিএনপি নেতা মনে করেন,তার হঠকারী পদক্ষেপ সামরিক হস্তক্ষেপের পথ তৈরি করেছে।

চরমপন্থা বনাম মূলধারা: মাহমুদুর রহমানের উগ্র রাজনৈতিক অবস্থান দলকে সরাসরি সমর্থন করা সম্ভব করে না।

পেশাদার আমলাদের অসন্তোষ: তার আধিপত্য বিস্তার দলের অভ্যন্তরীণ অসন্তোষের জন্ম দেয়।

সাংবাদিকতার আড়ালে রাজনৈতিক এজেন্ডা

২০০৮ সালে ‘আমার দেশ’ পত্রিকার মালিক হওয়া মাহমুদুর রহমান সাংবাদিকতার চেয়ে রাজনৈতিক ও সাম্প্রদায়িক মনোভাবকে বেশি প্রাধান্য দেন।বিশেষ করে ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করার অভিযোগও তার বিরুদ্ধে থাকে।

উপসংহার:
মাহমুদুর রহমান শুধু একজন সাংবাদিক নয়,তিনি একসময় রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ক্ষমতাধর অংশীদার ছিলেন।তার সিদ্ধান্তের ফলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কিছু সিদ্ধান্তে প্রভাব পড়েছিল।তবে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যমগুলোও সংবাদ পরিবেশনায় রাজনৈতিক পক্ষপাত বহন করত।প্রকৃত ইতিহাস এই দুই দিকের মধ্যে ভারসাম্য বজায় রেখে দেখতেই বোঝা যায়।

আরও খবর

জেলার ডিসিদেরকে নতুন কর্মস্থলে যাত্রা না করার নির্দেশ দিয়েছে-মন্ত্রীপরিষদ বিভাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন-পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

চীনের ৩০টি কোম্পানি ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে-বিডা,নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

দোষী হলে,সাবেক আইজিপি বা সেনাপ্রধান যেই হোক,সরকার তাকে বাঁচাতে যাবে না-ওবায়দুল কাদের

৪৯৩ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে-স্থানীয় সরকার মন্ত্রণালয়

নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন-প্রধান উপদেষ্টা

Sponsered content