প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ থেকে প্রতিবেদক।।সিরাজগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজে আলোচনা তৈরি হয়েছে।চাচার শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা ভাতিজা সোহানের বিরুদ্ধে বিয়ের দাবিতে মুন্নি আক্তার দুই দিন ধরে প্রেমিকের বাড়ির বাইরে অনশন করছেন।

মুন্নি আক্তারের পরিবার ও স্থানীয়রা জানান,সম্পর্কের সময়ে সোহান সাহস দেখিয়েছিলেন,কিন্তু বিয়ের সময় দায়িত্ব নেওয়া থেকে তিনি পিছিয়ে গেছেন।সমাজের আঙুল ওঠার সম্ভাবনা থাকলেও,মুন্নি আক্তারের মানসিক কষ্ট ও হতাশার বিষয়টি অনেকেই উপেক্ষা করছেন।
স্থানীয়রা আরও জানান,মুন্নি আক্তারের অনশন এবং তার অনড় অবস্থান শুধু বিয়ের দাবির প্রতীক নয়,এটি তার মানসিক চাপ ও হতাশার প্রকাশ।সোহানকে উদ্ধারে পরিবারের কাছে আবেদন জানানো হয়েছে।
এই ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক নেতৃত্ব উভয়ই পরিস্থিতি মনিটর করছেন।
বিশেষ মন্তব্য:
ভালবাসা কখনো অন্ধ নয়,তবে দায়িত্ব ও নৈতিকতা সবসময় অনুসরণীয়।প্রেমিকের দায়িত্ব পালনে অনীহা,মুন্নি আক্তারের অনশনকে আরও নাটকীয় করে তুলেছে।সমাজের দৃষ্টি ও সমালোচনার মাঝেও,তার মানসিক স্বাস্থ্যের প্রতি সহমর্মিতা দেখানো জরুরি।

















