রাজনীতি

নির্বাচনে আসছে আওয়ামী লীগ,মুক্তি পেলেন ৪০ হাজার নেতাকর্মী

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:২৫:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ—এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও দলীয় সূত্রে।এরই ধারাবাহিকতায় সারা দেশে বিভিন্ন মামলায় আটক ও গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের প্রায় ৪০ হাজার নেতাকর্মীর মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রগুলো জানায়,সাংগঠনিক পুনর্গঠন,মাঠপর্যায়ের কর্মসূচি জোরদার এবং নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই এই মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন বলেও জানা গেছে।

এদিকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। বিশ্লেষকদের মতে,আওয়ামী লীগের নির্বাচনে আসার সিদ্ধান্ত রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।তবে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও,সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতিরই ইঙ্গিত দিচ্ছে।
সরকারি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও,সংশ্লিষ্ট মহলের মতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই অধিকাংশ নেতাকর্মী মুক্তি পেয়েছেন।

আগামী দিনে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি ও আনুষ্ঠানিক ঘোষণা রাজনৈতিক পরিস্থিতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন

আরও খবর

Sponsered content