সারাদেশ

নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদে হট্টগোল: ইসলামী দলের সমালোচক ইমামের বক্তব্যে উত্তেজনা

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ(ঢাকা)প্রতিনিধি।।নারায়ণগঞ্জে ডিআইটি মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজের আগে ইমামের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট ইসলামী দলের সমালোচনা করার সময় মুসল্লিদের একাংশের সঙ্গে ওই দলগুলোর কর্মী ও সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হলে মুসল্লিরা সংশ্লিষ্ট কর্মী-সমর্থকদের মসজিদ থেকে বের করে দেন।

ঘটনার সময় বড় ধরনের আহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে,ইমামের বক্তব্য চলাকালীন কিছু কর্মী সমর্থক তাঁর সমালোচনার প্রতিবাদ জানাতে গিয়ে সংঘর্ষের সূচনা করেন।পরে নিয়মিত নামাজ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও খবর

Sponsered content