প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৪:১২:১০ প্রিন্ট সংস্করণ
আমিরাবাদ(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের আমিরাবাদে ছাত্রলীগের এক কর্মীকে লক্ষ্য করে মব সংঘটিত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,শিবির ক্যাডার মুহিব ও তার সহযোগীরা রিকশায় থাকা ওই ছাত্রলীগ কর্মীকে তুলে মারধরের চেষ্টা করেছিলেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে,আহত কর্মীর মাথা ফেটে রক্ত পড়েছে এবং তিনি মারধরের শিকার হয়েছেন।
তবে অপ্রত্যাশিতভাবে ঘটনাস্থলে ওই ছাত্রলীগ কর্মী একাই প্রতিরোধে সক্ষম হন।তিনি তিন-চারজন শিবির ক্যাডারের ওপর আক্রমণ প্রতিহত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানিয়েছেন,সাব্বাশ বাঘের বাচ্চা।এমনি এমনি মারলে লাভ নেই; সাথে দু-একজনকে নিয়েই প্রতিরোধ করতে হবে।”
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে,স্থানীয় ছাত্রলীগের সদস্যরা যে কোনো সহিংস পরিস্থিতিতেও আত্মরক্ষায় দক্ষ।

















