সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় প্রবাসীর স্ত্রী ও অর্থ–স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমাম পালিয়ে যাওয়ার অভিযোগ

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৩:৫০:১৮ প্রিন্ট সংস্করণ

চাঁদপুর প্রতিনিধি।।চাঁদপুরের কচুয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদের ইমামের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী,উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া মুন্সি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত ইমাম হলেন—একই উপজেলার খলাগাঁও গ্রামের মোস্তাকের ছেলে মাওলানা আব্দুর রহিম,যিনি মুন্সি বাড়ির জামে মসজিদে ইমামতি করতেন।

ভুক্তভোগী প্রবাসী আরিফুল ইসলাম জানান,গত বছর থেকে অভিযুক্ত ইমাম তার কন্যাসন্তানকে প্রতিদিন সকালে আরবি শিক্ষা দিতেন।এ সুবাদে ইমামের তার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।একপর্যায়ে তার অনুপস্থিতিতে ইমামের সঙ্গে তার স্ত্রী সুমাইয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি অভিযোগ করেন।

আরিফুল ইসলামের ভাষ্যমতে,তিনি গত ১৭ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।এ খবর জানার পর ওই দিনই তার স্ত্রী সুমাইয়া ঘরে থাকা জমি বিক্রির টাকা বাবদ ১১ লাখ টাকা নগদ এবং প্রায় ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে অভিযুক্ত ইমামের সঙ্গে তার কন্যাসন্তানসহ বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে প্রবাসী আরিফুল ইসলাম একটি ভার্চুয়াল ভিডিও বার্তায় বলেন,“আমার সারাজীবনের প্রবাসজীবনের আয়, আমার সবকিছু নিয়ে গেছে।সবচেয়ে কষ্টের বিষয়—আমার একমাত্র কন্যাসন্তানকেও নিয়ে গেছে।আমি এখন নিঃস্ব। আমি আমার টাকা ও সন্তানকে ফিরে পেতে চাই।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইমামের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় প্রশাসন জানিয়েছে,লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content