প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৩:২৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।নিরাপত্তার সব ব্যবস্থা থাকা সত্ত্বেও হাদির লাশবাহী এম্বুলেন্সে কিছু ব্যক্তির অশোভন আচরণ নজরে এসেছে।সামনের এবং পিছনের দিকে পুলিশ প্রটোকল এবং সেনাবাহিনীর দায়িত্ব থাকা সত্ত্বেও তারা লাশের উপর উঠে বসেছে।এমন আচরণ সামাজিক ও নৈতিক মানদণ্ডের সম্পূর্ণ অবমাননা হিসেবে চিহ্নিত হচ্ছে।

হাদির লাশবাহী এম্বুলেন্সে নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।উপস্থিত ছিলেন পুলিশ এবং সেনাবাহিনী। তবুও কিছু লোক এইসব বিধি-বিধানের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে লাশের উপর উঠে বসে অশোভন আচরণ করেছে। তাদের যুক্তি—“প্রটোকল ছিল সবকিছুই ঠিকঠাক”—কিন্তু বাস্তবতা দেখাচ্ছে,আচরণ স্বচ্ছন্দ্য এবং অসভ্যতার চরম সীমা ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন,এমন আচরণ কেবল ব্যক্তিগত অসভ্যতা নয়,এটি সমাজের নৈতিক মানদণ্ডে আঘাত হয়ে থাকে।
















