প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।মায়ের পেট থেকেই কুরআনের হাফেজ” বলতে বোঝানো হয় এমন একটি অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা যেখানে একটি শিশু মায়ের গর্ভে থাকা অবস্থায় বা জন্মের পরপরই পুরো কোরআন মুখস্থ করে ফেলে,যা সাধারণত অসম্ভব বলে বিবেচিত হয় এবং এটি আল্লাহর কুদরত ও বরকত হিসেবে দেখা হয়; এমন কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে শিশুরা miraculously কুরআন হেফজ করেছে বলে দাবি করা হয়,যা অবিশ্বাস্য মনে হলেও মুসলিম সমাজে আল্লাহ্র নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

ঘটনার মূল বিষয়:
অলৌকিকতা: এই ধরনের দাবিগুলো সাধারণত সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের বাইরে,তাই এগুলোকে অলৌকিক ঘটনা হিসেবে দেখা হয়।
আল্লাহর রহমত: অনেক মানুষ এটিকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও নেয়ামত হিসেবে বিবেচনা করেন,যা প্রমাণ করে আল্লাহ যেকোনো কিছুই করতে পারেন।
ভাইরাল হওয়া: এই ধরনের ভিডিও বা খবরগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষজন বিস্ময় ও শ্রদ্ধার সাথে তা শেয়ার করে,যেমনটি Facebook-এ দেখা গেছে।
প্রেরণা: এই ঘটনাগুলো অন্য মুসলিমদের,বিশেষত মা-বাবাদের,নিজেদের সন্তানদের কোরআন শেখানোর জন্য অনুপ্রাণিত করে।











