প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ৬:৩৬:৩৭ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের পার্স চুরির ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়েছেন বৈশ্বিক অপরাধ রেকর্ডধারী এক চিলীয় নাগরিক।

মারিও বুস্তামান্তে লেইভা (৫০) নামের ওই ব্যক্তি এর আগে যুক্তরাজ্য ও নিজ দেশ চিলিতেও চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন।তিনি স্বীকার করেছেন যে,তিনি ক্রিস্টি নোমের গুচি ব্যাগ চুরি করেছিলেন যার ভেতরে ছিল তার আইডি, পাসপোর্ট,ব্যাজ এবং ৩ হাজার ডলার।তিনি পরিবারের সঙ্গে ডিনার করছিলেন- এমন সময় ঘটনাটি ঘটে।
ওয়াশিংটন পোস্ট জানায়,লেইভা স্বাক্ষরিত প্লিয়া অ্যাগ্রিমেন্টে স্বীকার করেন যে,তিনি এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে তিনজনের কাছ থেকে চুরি করেছিলেন।এদের মধ্যে নোম ছাড়াও ছিলেন স্পেনের এক নারী এবং ম্যাসাচুসেটসের আরেক নারী।
গত সপ্তাহে তিনি তিনটি ওয়্যার ফ্রডের অভিযোগ এবং প্রথম শ্রেণির চুরির অভিযোগে দোষ স্বীকার করেন।প্লিয়া অ্যাগ্রিমেন্টে উল্লেখ আছে যে,এই মামলায় কারাদণ্ড শেষ হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে ‘বহিষ্কারের উপযোগী’ হবেন।
নিউ ইয়র্ক পোস্ট জানায়,গত এপ্রিলে গ্রেফতারের পর থেকেই লেইভা হেফাজতে আছেন এবং তাকে আগামী মার্চে সাজা দেওয়া হবে।
এর আগে ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন,পেশাদার অপরাধী এই ব্যক্তি,যে কিনা বহু বছর ধরে অবৈধভাবে আমাদের দেশে বসবাস করছে।দুর্ভাগ্যজনকভাবে এ দেশের বহু পরিবারই অপরাধের শিকার হয়েছে।এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন কাজ করছেন আমেরিকাকে নিরাপদ রাখতে এবং এসব অপরাধী বিদেশিকে আমাদের রাস্তাঘাট থেকে সরিয়ে দিতে।
কর্তৃপক্ষ জানায়,লেইভা ক্রিস্টি নোমের চুরি যাওয়া ক্রেডিট কার্ড জর্জটাউনের একটি ইতালীয় রেস্টুরেন্টে ব্যবহার করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে,তিনি মধ্যরাত পর্যন্ত পানাহার করেন এবং পরে রেস্টুরেন্টের বাইরের একটি টেবিলে সাত ঘণ্টা ধরে ঘুমিয়ে থাকেন।
তার অপরাধের ইতিহাস অনুযায়ী-১৯৯৫ সালে চিলিতে ডাকাতির জন্য তিন বছরের জেল এবং লন্ডনে অন্তত সাতটি চুরির মামলায় দণ্ড।যার মধ্যে ২০১৩ সালে ১৩ সপ্তাহের কারাদণ্ডও রয়েছে।












