সারাদেশ

সিলেটে শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ৬:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ

সিলেটে শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেট প্রতিনিধি।।সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,সিলেট এসব তথ্য জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়,পূর্বঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা নয় ঘণ্টা ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর,কাস্টঘর,সোবাহানীঘাট,বিশ্বরোড, জেলগেট,বন্দররোড ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

একই সময়ে ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া,দর্জিপাড়া,পূর্ব মিরাবাজার,খারপাড়া ও আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরও খবর

Sponsered content