শিক্ষা

চাকরি ও জেল-জুলুমুমের ঝুঁকি নিয়ে আন্দোলন শুরু না করলে ৫০ শতাংশ উৎসব ভাতা আদায় হতো না

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ৫:৩১:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেছেন,১২ ফ্রেব্রুয়ারি আমি জীবন,চাকরি ও জেল-জুলুমুমের ঝুঁকি নিয়ে প্রেসক্লাবে আন্দোলন শুরু না করলে ৫০ শতাংশ উৎসব ভাতাও আদায় হতো না আর কেউ কর্মসূচি নিয়ে মাঠেও নামতে পারতেন না।

শনিবার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল শুক্রবার এই শিক্ষক নেতা বলেছিলেন, ক্লাস পার্টি নামক নতুন অপসংস্কৃতির ব্যাপারে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করুন।

তার আগে ১০ নভেম্বর প্রাথমিক শিক্ষকদের তিন দাবির আন্দোলনে সংহতি জানিয়ে আজিজী বলেছিলেন,প্রাথমিক শিক্ষকদের ৩টি দাবির মধ্যে অন্তত ১টি দাবি মেনে নেয়া যেতো। আজিজী আরো বলেন,শিক্ষকদের কৌশলে বঞ্চিত করার প্রশিক্ষণটা কর্তৃপক্ষ ভালোভাবেই রপ্ত করেছে। ৯ নভেম্বর আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি ‘ন্যায্য’ উল্লেখ করে তা মেনে নেয়ার আহ্বান জানান এই শিক্ষক নেতা।স্কুল সাপ্লাই

সে সময় তিনি বলেছিলেন,অবিলম্বে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন।শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যেকোনো সেকশনের মজলুম শিক্ষকদের পাশে দাঁড়াতে অঙ্গীকারাবদ্ধ।

আরও খবর

Sponsered content