প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৫:৪৬:১০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর কাম্য শিক্ষাগত যোগ্যতা সমতাকরণ করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ‘পরিশিষ্ট-ঘ’ এর কাম্য শিক্ষাগত যোগ্যতা (নিদিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে নতুন কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রতিস্থাপন করা হলো।
এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতার সমতা আনতে একগুচ্ছ সুপারিশ করে।সুপারিশের প্রেক্ষিতে একাধিক বৈঠকের পর শিক্ষা প্রশাসন তিন অধিদপ্তরে শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান করে এই পরিপত্র জারি করে।
গত ৩০ সেপ্টেম্বর এক কর্মশালায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছিলো তিন অধিদপ্তরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা একই করার কথা।












