আন্তর্জাতিক

শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই-সুশীলা কার্কি

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪৬:১০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট জানিয়েছেন,শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার এই সরকারের নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তরুণদের পক্ষ থেকে সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ অন্যান্য সংস্কারের দাবির প্রেক্ষাপটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

কার্কি বলেন,বর্তমান সরকারের পক্ষে এমন কোনো পরিবর্তন করা সম্ভব নয়,তাই শাসনব্যবস্থার যেকোনো সংস্কার বা পরিবর্তন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে।

প্রধানমন্ত্রী কার্কি স্পষ্ট করে উল্লেখ করেন,আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করাই হলো অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার।এছাড়া,বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

তিনি আশ্বস্ত করেন,তার সরকার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবিগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।পরিশেষে, প্রধানমন্ত্রী কার্কি দেশের সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উৎসাহের সঙ্গে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহিত করেন।

সূত্র: হাব ইংলিশ

আরও খবর

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়া চীনের অর্থনীতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে

সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটানোর সঙ্গে তেল আবিব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত

ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ৭৮ বছর ধরে চলা সংঘাতের মীমাংসা করতে অক্ষম

ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘাতে জড়ালে পাকিস্তানের নাজুক অর্থনীতি আরও খারাপ অবস্থায় পড়তে পারে

ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে-পুতিন

আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতাম,হামাসের বর্তমানে যে যুদ্ধ চলছে,তা ঘটার কোনো সুযোগই থাকত না-ট্রাম্প

Sponsered content