সারাদেশ

মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ডা: আনোয়ার হোসেন দম্পতি ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:০০:৫৮ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জবাসীর জন্য গর্বের মুহূর্ত।মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুরের কৃতি সন্তান,গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা: হাফেজ মো: আনোয়ার হোসেন ও তার স্ত্রী ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ডা: আনোয়ার হোসেন মেহেন্দিগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সেবা করে আসছেন।বিনামূল্যে চিকিৎসা দেওয়া ও গরীব রোগীদের পাশে দাঁড়িয়ে তিনি ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিতি পেয়েছেন।চিকিৎসা সেবায় তার মানবিক ভূমিকার জন্য এলাকাবাসী সবসময় কৃতজ্ঞ।

তার সঙ্গে একই ক্যাডারে সুপারিশ পেয়েছেন তার জীবনসঙ্গিনীও,যা মেহেন্দিগঞ্জের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। এলাকাবাসী এ সফলতায় আনন্দ প্রকাশ করে দম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরও খবর

Sponsered content