আন্তর্জাতিক

গাজা বাসিন্দাকে ‘অবিলম্বে সরিয়ে নিতে’ নির্দেশ দিয়েছে

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪০:১৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির সব বাসিন্দাকে ‘অবিলম্বে সরিয়ে নিতে’ নির্দেশ দিয়েছে। কারণ তারা ‘প্রচণ্ড শক্তি’ দিয়ে এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আইডিএফের আরবি ভাষার মুখপাত্র ‘সব এলাকার উপস্থিত ব্যক্তিদের’ মানবিক জোনে চলে যাওয়ার আহ্বান জানান।ব্রিটিশ সংবাদমাধথ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফলে ১০ লাখ ফিলিস্তিনির শহরের বাসিন্দারা কয়েক সপ্তাহ ধরে এই আক্রমণের আশঙ্কা করছিল।কারণ হামাসকে চূড়ান্তভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তারপরও এই সরিয়ে নেওয়ার নির্দেশ গাজার বৃহত্তম নগরকেন্দ্রের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। কেউ কেউ বলেছেন,তাদের দক্ষিণে যেতে হবে।কিন্তু বেশিরভাগই বলেছেন তারা থেকে যাবেন কারণ অন্য কোথাও নিরাপদ নয়।

জাতিসংঘও বলছে, গাজার কোথাও নিরাপদ বিবেচনা করা যায় না

গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার সবচেয়ে জনবহুল শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করে।

এর আগে ইসরায়েল সতর্ক করেছিল যে হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়,তারা গাজায় সামরিক হামলা বাড়াবে

৫৫ বছর বয়সী ছয় সন্তানের মা উম মোহাম্মদ বলেছেন,গত সপ্তাহের গোলাবর্ষণ সত্ত্বেও আমি সরে যেতে অস্বীকার করেছিলাম।কিন্তু এখন কী করবো?

গাজাবাসীরা ইতিমধ্যেই ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর বহুবার বাস্তুচ্যুত হয়েছে।উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে উত্তরে ঘুরতে ঘুরতে তাদের মানবিক সংকট আরও গভীর হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় যেতে নির্দেশ দিয়েছে।ওই এলাকাকে তারা ‘মানবিক জোন’ হিসেবে চিহ্নিত করেছে।

এই সামরিক অভিযান এমন সময়ে আসছে যখন কয়েকটি ইউরোপীয় দেশ,গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ক্ষুব্ধ হয়ে,এই মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।

আন্তর্জাতিক সমালোচকেরা বলছেন,ইসরায়েলের পরিকল্পনা পুরো গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণ করা এবং এর নিয়ন্ত্রণ নেওয়া,যা ২২ লাখ মানুষের মানবিক দুর্দশা আরও বাড়িয়ে দিতে পারে,যেখানে কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল গাজার ৭৫ শতাংশ এলাকা দখল করেছে।

আরও খবর

Sponsered content