অপরাধ-আইন-আদালত

সিরাজগঞ্জে সহবাসে রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যা-ঘাতক স্বামী আটক

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ৩:০১:২০ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি।সিরাজগঞ্জে গলায় ওড়না পেচিয়ে মার্জিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় স্থানীয়রা গৃহবধুর স্বামীকে আটকে পুলিশে সোপর্দ করেছে। বুধবার ভোর রাতে সদর উপজেলার চন্ডিদাসগাতি গ্রামে এ ঘটনা ঘটে। আটক আহসান উল্লাহ (৩০) চন্ডিদাসগাতি গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পরিবারের বরাদ দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আটক আহসান উল্লাহ ভোর রাতে স্ত্রীর সাথে সহবাস করতে চাইলে স্ত্রী মার্জিয়া রাজি হয়নি। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নিজ ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে মার্জিয়াকে হত্যা করা হয়। বিষয়টি পরিবার ও স্থানীয়রা জানার পর আহসান উল্লাহকে আটকে রেখে থানায় খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত আহসানকে আটক এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আটক আহসান উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলায় হয়েছে। ওই দম্পতির ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছেও বলে তিনি জানিয়েছেন।

আরও খবর

জাল-জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে ভোটার আইডি কার্ড বানিয়ে সরকারি চাকরি!

রাজউক থেকে ৩০হাজার নথিপত্র গায়েব হওয়ায় ব্যাখা চেয়েছেন-হাইকোর্ট

সন্ত্রাসী বাহিনী-শ্রীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর:-প্রধানমন্ত্রী সহ ১০ মন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীকে হয়রানি-অগ্নিসংযোগ, লুটপাট মারধর ও মিথ্যা মামলা!

নবীনগরে বখাটে টিকটকারদের আটক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন

পি কে হালদার সহ তিনজনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত

নির্বাচনকালীন সরকারব্যবস্থা এমনভাবে নির্ধারিত হতে হবে,যাতে তা বারবার সংকটে না পড়ে-প্রধান বিচারপতি,সৈয়দ রেফাত আহমেদ

Sponsered content