অর্থনীতি

মাইক্রোক্রেডিট নামে আলাদা ব্যাংক করতে হবে-মুহাম্মদ ইউনূস

  প্রতিনিধি ১৭ মে ২০২৫ , ৪:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মাইক্রোক্রেডিট নামে আলাদা ব্যাংক করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

শুরুতেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শুরুর দিকের কথা তুলে ধরেন ডক্টর মুহাম্মদ ইউনূস।বলেন,প্রাথমিক পর্যায়ে মাইক্রোক্রেডিটের সমালোচনা করত প্রচলিত সমবায় ব্যংকগুলো।তারা মানুষের টাকা লোপাট করলেও ক্ষুদ্র ঋণের বাজার বড় হচ্ছে প্রতিদিনই।

ক্ষুদ্র ঋণের বাজার বিশাল আকার ধারণ করায় এনজিও প্রথা থেকে বেরিয়ে মাইক্রোক্রেডিট নামে আলাদা ব্যাংক গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা।তিনি বলেন,প্রধান উপদেষ্টা বলেন,মাইক্রোক্রেডিট নামে আলাদা ব্যাংক করতে হবে।এজন্য নতুন ব্যাংক আইন তৈরি প্রয়োজন।’

ড. ইউনূস আরও বলেন,মাইক্রোক্রেডিট ব্যাংক হবে সামাজিক ব্যবসার ব্যাংক,এটা বাণিজ্যিক ব্যাংক হবে না। মালিক এখান থেকে মুনাফা অর্জন করতে পারবে না।’

মাইক্রোক্রেডিট ব্যাংক মানুষকে উদ্যোক্তা হতে লোন দেবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,মানুষ মাত্রই উদ্যোক্তা, সবাই উদ্যোক্তা হবে।এতে বেকারত্ব কমবে,কেউ আর চাকরি খুঁজবে না।’

আরও খবর

Sponsered content