সারাদেশ

সব দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে-বিভাগীয় কমিশনার

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৪:৪০:৫১ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি।।রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন,দুদক কোনো অফিসে গেলে তা আমাদের জন্য সম্মানজনক নয়।সব দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি,তথ্য অধিকার আইন ও বিধি-বিধান অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার অফিস সভাসমূহ আয়োজন করে।

সভায় আজিম আহমেদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধির কাছে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া,সময় ও কার্যপদ্ধতি জানতে চান।তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধিকে শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এসময় বিভাগীয় কমিশনার অন্যান্য দপ্তর ও দপ্তরসমূহের আওতাধীন জেলা ও উপজেলা কার্যালয়ের সরকারি সেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি তাদের দপ্তরে প্রাপ্ত অভিযোগ ও তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন নিষ্পত্তির তথ্য উপস্থাপন করেন।এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার আক্তার জামিল ও মো. হাবিবুর রহমানসহ রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তরসমূহের দপ্তর প্রধান ও প্রতিনিধিরা বক্তৃতা করেন।

আরও খবর

Sponsered content

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র প্রতি আহ্বান জানিয়েছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ করায় আইফোনের দাম ২৩০০ ডলার হবে

হাসনাত আবদুল্লাহর পোস্ট ‘সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি বৈ অন্য কিছু নয়’-সেনাবাহিনী সদর দপ্তর

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়াকে সহায়তা করতেই যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণা করা হয়েছে-মার্কিন রাষ্ট্রদূত

ভাইরাল হতে ‘ব্যাংকে টাকা নেই’ গুজব ছড়ান সাইফুল

বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে-প্রধান উপদেষ্টা,ড. মুহাম্মদ ইউনূস