প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ৩:৫৪:৪৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি।সেই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যও বাড়ছে প্রতিনিয়ত। ব্যবসায়িক লেনদেন ও প্রবাসী আয় দেশে আসায় তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বেড়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলোঃ
মুদ্রা ক্রয় (টাকা) বিক্রয় (টাকা)
ইউএস ডলার ১২১.৫০-১২২.০০
ইউরোপীয় ইউরো ১২৪.৬৩-১২৫.৬৭
ব্রিটেনের পাউন্ড ১৪৭.৮০-১৪৯.০৫
জাপানি ইয়েন ০.৭৬-০.৭৭
সিঙ্গাপুর ডলার ৮৮.৫৫-৮৯.২৯
আমিরাতি দিরহাম ৩২.৯৫-৩৩.২২
অস্ট্রেলিয়ান ডলার ৭৪.৯২-৭৫.৬০
সুইস ফ্রাঁ ১৩২.৬৭-১৩৩.৭৭
সৌদি রিয়েল ৩২.২৪-৩২.৫০
চাইনিজ ইউয়ান ১৬.৫১-১৬.৬৪
ইন্ডিয়ান রুপি ১.৪০- ১.৪১
উল্লেখ্য, যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
সূত্র: ইস্টার্ন ব্যাংক পিএলসি










