প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৫:১৮:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে এবং একাধিক নেতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু বক্তব্য-বিবৃতি-নির্দেশনা সামনে এসেছে।সেগুলোর কোনও ভিত্তি নেই বলে দাবি করেছে দলটির।তাদের পক্ষ থেকে বলা হয়েছে,দলীয় নির্দেশনা আওয়ামী লীগের ভেরিফাইয়ের ফেসবুক পেজ,টুইটার অ্যাকাউন্ট,টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইয়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে,দলীয় প্যাড ব্যবহার করে, বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা,এগুলোর কোনও ভিত্তি নেই।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেইজ,টেলিগ্রাম চ্যানেল,টুইটার [এক্স], ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনও সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যেকোনও দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই [ভেরিফাই] করার জন্য সবাইকে অনুরোধ করছি।
ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান।সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য-বিবৃতি পাওয়া যাচ্ছে না।এমতাবস্থায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে।এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ।
এর আগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সাধারণ সম্পাদক করা হয়েছে বলে দলের প্যাডে দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।পরে দলের ফেরিফায়েড ফেসবুক থেকে নোটিশ দিয়ে ওই বিবৃতিতে ভুয়া বলে উল্লেখ করা হয়।একই সঙ্গে দলের ফেসবুকসহ সংশ্লিষ্ট মাধ্যমের বাইরে কোন বক্তব্য বিবৃতি আমলে না নেয়ার কথা বলা হয়।
উল্লেখ্য,বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেইল (office@albd.org) থেকে দলের কর্মসূচির তথ্যসহ গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো।পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু হলে ফেরিফায়েড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইড www.albd.org এ আপলোড করা হতো।তবে আগস্ট সরকারের পতনের পর থেকে দলের ই-মেইল থেকে গণমাধ্যমকে কোন তথ্য পাঠানো হয়নি।পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে।

















